বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। তবে অন্যান্য সময়ের চেয়ে এবারের লোডশেডিং ভিন্ন। কোন এলাকায় কখন, কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, তা আগেই জানিয়ে দেওয়া হচ্ছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা প্রকাশ করেছে।
তবে রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় কোনো লোডশেডিং নেই।
ডেসকোর আজকের লোডশেডিং শিডিউল দেখতে এখানে ক্লিক করুন।