সাবেক প্রধান বিচারপতিকে দেওয়া হারুনের সেই সোনার তরবারির দাম কত ছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১০:০৯ এএম
সাবেক প্রধান বিচারপতিকে দেওয়া হারুনের সেই সোনার তরবারির দাম কত ছিল
ছবি : সংগৃহীত

গত বছর সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সোনার তরবারি উপহার দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ।

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত ওই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে সোনার তরবারি তুলে দেন সাবেক ডিবিপ্রধান।

বিষয়টি আলোচনায় আসে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বক্তব্যে। তিনি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের কাছ থেকে সোনার তরবারি গ্রহণ করেছিলেন। এ ছাড়া প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এসব কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সভা শেষে গণমাধ্যকে এসব কথা বলেন ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “সাবেক ডিবি পুলিশ প্রধান হারুন সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে অবৈধভাবে কার্যালয়ে আটকে রাখার মূল ব্যক্তি ছিলেন এই হারুন। তার কাছ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সোনার তরবারি উপহার নিয়েছিলেন। আমার তখন খুব অবাক লেগেছিল। উনি বিদেশে গেলে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাসায় থাকতেন। এসব কারণে তাকে নিয়ে অনেক কন্ট্রোভারসি ছিল।”

তবে হারুন অর রশীদের দেওয়া সেই সোনার তরবারির দাম কত ছিল, তা জানা যায়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!