• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

নিজের দায়িত্ব নিয়ে যা বললেন নতুন শিক্ষা উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:৫৮ পিএম
নিজের দায়িত্ব নিয়ে যা বললেন নতুন শিক্ষা উপদেষ্টা
চৌধুরী রফিকুল আবরার। ফাইল ফটো

দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, “প্রধান উপদেষ্টা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সেটি একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন, ‘সামনের জার্নিটা ইজি হবে তা নয়।‘”

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরে সি আর আবরার বলেন, “আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। দেশে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে।”

নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা একটা বিশাল জগৎ। আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি। সুতরাং জনগণের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে। আমি মনে করি, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবচেয়ে শক্তিশালী মাধ্যম।”

সি আর আবরার আরও বলেন, “আমি স্বপ্ন দেখি, আমাদের ছাত্র-ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে। দেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। আমি জানি এটা হয়তো দ্রুত হবে না, কিন্তু এর একটা ভিত্তি প্রস্তর আমরা তৈরি করতে চাই।” 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!