• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

ঋণ পাওয়া নিয়ে যা জানাল আইএমএফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৬:২৪ পিএম
ঋণ পাওয়া নিয়ে যা জানাল আইএমএফ
আইএমএফ ভবন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তি প্রাপ্তি পিছিয়ে গেছে। এ বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভা হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে ১২ মার্চ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আইএমএফের কার্যক্রম এক মাস বন্ধ ছিল। মূলত এ কারণেই বোর্ড সভার সময়সূচিতে পরিবর্তন এনেছে সংস্থাটি।

এর আগে বাংলাদেশ ঋণের তিনটি কিস্তি পেয়েছে। চতুর্থ কিস্তিতে আরও সাড়ে ৬৪ কোটি ডলার পাওয়ার কথা।

এদিকে ৪৭০ কোটি ডলারের চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। তবে সে জন্য রাজস্ব আয় বৃদ্ধিসহ বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে আইএমএফ।
 

Link copied!