• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজার সিন্ডিকেট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০২:৫২ পিএম
বাজার সিন্ডিকেট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) খাদ্য ভবনের মূলগেটের সামনে ‘কৃষি পণ্য ওএমএস কর্মসূচি ২০২৪-এর উদ্বোধন’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসময় বাজারে যারা সিন্ডিকেট করছে, তাদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কারা সিন্ডিকেট করছে, কারা চাঁদাবাজি করছে তাদের সামনে নিয়ে আসুন। তাদের খুঁজে বের করতে এবং ধরতে আপনারা (সাংবাদিক) সহযোগিতা করুন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।”

সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগ সরকারের ব্যর্থতা হয় কীভাবে? এতে কারও হাত নেই। মূলত, দুর্যোগের কারণেই দাম বাড়ছে।”

এদিকে রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলটিং হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে। দুটি প্যাকেজে পণ্য বিক্রি করা হচ্ছে; যার একটিতে ৫ কেজি আলু, এক ডজন ডিম ও এক কেজি পেঁয়াজসহ রাখা হচ্ছে ৩৫০ টাকা। অপর প্যাকেজে রকমারি সবজির জন্য রাখা হচ্ছে ২৫০ টাকা।

Link copied!