রাজধানীসহ সারা দেশের চাঁদাবাজদের হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “সেনাপ্রধানকে বলেছি, কেউ চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে।”
রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে জানিয়ে অন্য দলের চাঁদাবাজদের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, “চাঁদাবাজি করবেন, ভালো হবে না। আমি পাবলিকও না, পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড ভিন্ন। আমি যা বলব, তাই করব। তারপর আমি, একদিন থাকি, আর তিন দিন থাকি।”
সড়কে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই বাচ্চা ছেলেমেয়েরা আপনাদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে, তাদের রক্তের ওপর দিয়ে পলিটিক্স করবেন, চাঁদাবাজি করবেন... লজ্জা করে না। আমি সতর্ক করছি, এটা করবেন না।”
সাখাওয়াত হোসেন আরও বলেন, “আমি পলিটিক্যাল পার্টিদের বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান। আর না হলে, ওপর থেকে পড়তে বেশি সময় লাগে না।”