• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যা করবে ইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৫:৫৮ পিএম
নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যা করবে ইসি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মো. আলমগীর। ছবি : সংগৃহীত

আসন্ন নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, “ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে শনিবার (৯ মার্চ) পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। পরিস্থিতি ভালো আছে।”

বুধবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, “ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই নির্বাচনে জিততে চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে, সেভাবে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।”

আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মো. আলমগীর বলেন, “যেসব জায়গা থেকে চাহিদা এসেছে, সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মূল্যায়ন ও পরিবেশ ভালো। আশা করি, নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সবদিক থেকেই ভালো।”

Link copied!