বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাতে হাসপাতালে ভর্তি রেখে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, “রোগের উপসর্গ বাড়ছে। বিদেশে তার চিকিৎসা করাতে হবে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।”
এর আগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় গুলশানের ফিরোজা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে।
৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।