• ঢাকা
  • মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

যমুনা থেকে বেরিয়ে যা বলল ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৯:৫২ পিএম
যমুনা থেকে বেরিয়ে যা বলল ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় বৈঠক শেষ করেছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীর।

আন্দোলনকারীদের পক্ষে রাসেল আল মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) আমাদের একটি প্রতিনিধিদল দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে।”

রাসেল আল মাহমুদ আরও বলেন, “দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। হুট করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব নয়। তাই মঙ্গলবার দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দাবি বাস্তবায়নের জন্য যে কার্যকর আলোচনা হবে, তার একটি প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে।”

আরেক প্রতিনিধি আবু সাঈদ সাদ বলেন, “আমরা আন্দোলন এখনই শেষ করছি না। তবে, এখন আমরা যমুনার সামনে থেকে চলে যাব। শাহবাগের জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে আমরা অবস্থান করব।”

এরপর যমুনার সামনে থেকে আন্দোলনকারীরা চলে যান। এতে করে বন্ধ হয়ে যাওয়া হেয়ার রোডের যানচলাচল শুরু হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!