• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাবির সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে যা বললেন ডিবি প্রধান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৭:৫৫ পিএম
ঢাবির সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে যা বললেন ডিবি প্রধান
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। পরিদর্শন শেষে তিনি বলেছেন, “একটি অশুভ চক্র কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার বিভিন্ন ষড়যন্ত্র করছে।”

বুধবার (১৭ জুলাই) টিএসসিতে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন, রেলের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। যারা অর্থ, আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা সরবরাহ করে আন্দোলন ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।”

বিএনপির অফিসে অভিযানের বিষয়ে ডিবি প্রধান বলেন, “গত রাতে বিএনপির অফিসে অভিযান চালিয়ে তাজা ককটেল, লাঠিসোঁটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছেন।”

আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!