অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান।
সেনাপ্রধান ছাত্র-জনতাকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ-সেনাবাহিনী কোনো গুলি করবে না।
এ ছাড়া সেনাবাহিনীকে সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সেনাপ্রধান আরও বলেন, সকল হত্যকাণ্ডের বিচার হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে।