পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা।
আজ বসন্ত। চার বছর ধরে ভালোবাসা দিবসের সঙ্গে জুটি বেঁধে চলেছে পয়লা ফাল্গুন। শীতের রিক্ততা ভুলে আজ সবখানে বইছে ফাল্গুনী হাওয়া। দেহমনে দোলা জাগিয়ে ঋতুপরিক্রমায় প্রকৃতিতে এসেছে সজীবতা। গানে গানে বলতে হয়, ‘রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে’ অথবা ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।’ এসব কথা যেন ঝিমিয়ে পড়া মনকে উসকে দিয়ে ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়ার তাগিদ দেয়।