• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রেনের টিকিট সিন্ডিকেটের বিষয়ে যা বললেন রেলমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০২:২৮ পিএম
ট্রেনের টিকিট সিন্ডিকেটের বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনে উঠতে ভিড়। ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, “টিকিট কালোবাজারিদের ধরতে জোর চেষ্টা করছি। এরমধ্যে বেশ কিছু কালোবাজারি ও সিন্ডিকেটের নেতা ধরা পড়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, “টিকিট কালোবাজারিদের ধরতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। আপনারা কালোবাজারিদের থেকে কোনো টিকিট কাটবেন না। কেউ যদি টিকিটের নির্ধারিত দামে চেয়ে বেশি দাম চায়, তাহলে বুঝতে হবে সে কালোবাজারি।

রেলমন্ত্রী বলেন, “বিএনপির সময় রাজবাড়ীর ফরিদপুর ও ভাটিয়াপাড়া রেললাইন তুলে বিক্রি করা শুরু হয়েছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর রেলসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সবচেয়ে বড় কথা জনগণ ও প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন চান।”

সবাই আন্তরিক হয়ে চেষ্টা করলে দেশকে একটা উন্নত দেশে পরিণত করা সম্ভব বলে জানান রেলমন্ত্রী।

Link copied!