• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
উপজেলা নির্বাচন

কত শতাংশ ভোট পড়েছে, জানালেন সিইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০৮:৩৭ পিএম
কত শতাংশ ভোট পড়েছে, জানালেন সিইসি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৯ মে) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে প্লাস-মাইনাস ৩৫ শতাংশ ভোট পড়েছে। ৩৫ শতাংশের কমও হতে পারে আবার বেশিও হতে পারে। সঠিক তথ্য জানাতে আরও সময় লাগবে।”

সিইসি বলেন, “অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কারচুপির অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে।”

তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। বুধবার বিকেল শেষ হয় ভোট গ্রহণ, যা শুরু হয়েছিল সকাল ৮টায়।

এ ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২টির ভোট স্থগিত করা হয়েছে। এ ২২টি ছাড়াও আগেই আরও তিনটির ভোট গ্রহণ বাতিল করেছিল নির্বাচন কমিশন।

Link copied!