• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কত শতাংশ মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করে?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৫:০৭ পিএম
কত শতাংশ মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করে?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশে বর্তমানে  দশমিক ৯৪ শতাংশ পরিবারের সদস্য উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। ২০২২ সালে এই হার ছিল দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ দেশে খোলা আকাশের নিচে মলত্যাগকারীর সংখ্যা বেড়েছে।

সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সর্বশেষ খানার আয় ও ব্যয় জরিপ অনুসারে, দেশে খানার সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ১৩১। সেই হিসাবে, ৩ লাখ ৫৯ হাজার ৯৬৪টি পরিবারের সদস্য উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। প্রতিটি পরিবারের গড় সদস্যের সংখ্যা ৪ দশমিক ২৬।

বিবিএসের জরিপ বলছে, দেশে খোলা আকাশের নিচে মলত্যাগকারী মানুষের সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজারের কিছু বেশি। তারা মাঠঘাটে, বনবাদাড়ে, নদী ও নালায় প্রকৃতির ডাকে সাড়া দেন।

বিবিএসের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন অনুসারে, দেশের ৬৯ দশমিক ৬৮ শতাংশ পরিবার মৌলিক স্যানিটেশনের সুবিধা পায়। তারা মৌলিক সুবিধা আছে এমন টয়লেট ব্যবহার করে। ২৩ দশমিক ৯৫ শতাংশ পরিবার সীমিত মৌলিক সুবিধার টয়লেট ব্যবহার করে। আর ৫ দশমিক ৪৩ শতাংশ পরিবার অনুন্নত সুবিধার টয়লেট ব্যবহার করে। অন্যরা খোলা আকাশের নিচে মলত্যাগ করের।

Link copied!