তরুণদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত ‘অভ্যুত্থান’ এবারের বইমেলার নতুন তাৎপর্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসেছে। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ।”
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে বসা থাকা স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে।”
জুলাই অভ্যুত্থানে হতাহতের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, “এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা।”
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বরাবরই একুশে মানে জেগে ওঠা, একুশে মানে আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হওয়া, একুশ মানে অবিরাম সংগ্রাম, নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া।”
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “এবারের একুশের প্রেক্ষিত আমাদের নতুন দিগন্তে প্রতিস্থাপন করা। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি।”
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম এ বইমেলা চলবে। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলার আয়োজন করা হয়েছে।