• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৯:৫৩ এএম
বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

দিন দিন বেড়েই চলছে ঢাকার বায়ুদূষণ। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশের রাজধানীর বায়ুদূষণের দূষণের মাত্রা ২৬২। যা ‘খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

সূচকের হিসাব অনুযায়ী প্রথম অবস্থানে থাকা কায়রোর দূষণ মাত্রা ২৬২। এই শহরটিও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদে দূষণের মাত্রা ১৮৯। এই শহরের বায়ুদূষণ আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রা ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। আর পঞ্চমে নেমে এসেছে পাকিস্তানের করাচি ১৮৪, এই শহরের বাতাস আজ মাঝারি পর্যায়ে।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়; বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

অন্যদিকে ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

Link copied!