ভুয়া তথ্যে এনআইডি নিলে যা করবে ইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৯:৪১ পিএম
ভুয়া তথ্যে এনআইডি নিলে যা করবে ইসি
প্রতীকী ছবি

ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করলে বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ফৌজদারি মামলা দেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ নভেম্বর) এ নির্দেশনা সব থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

এতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন বা সংশোধন সংক্রান্ত জাল-জালিয়াতির উদ্দেশ্যে জাল বা ভুয়া তথ্য দিয়ে কোনো নাগরিক ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করলে উক্ত ভোটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ে অথবা সাধারণ ডায়েরি করতে হবে।

এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক অনিয়ম, দুর্নীতির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছিলেন।

ওই নির্দেশনায় বলা হয়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করতে হবে। কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা করতে হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!