ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ও আবু ছিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ প্রকাশকে তিনি বলেন, “এমন ঘটনা সবার কাছেই বিস্ময়ের ব্যাপার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পালিয়ে যাওয়া রহস্যময়। এ ব্যাপারে তদন্ত করা দরকার।”
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কীভাবে পালিয়ে যেতে পারলো, এর পেছনে কী কারণ আছে, সেটার বিস্তারিত দেশবাসীকে জানানো উচিত বলে মনে করেন তিনি।
আবুল কাসেম ফজলুল হক বলেন, “জঙ্গিবাদী ঘটনা এখনো ঘটছে। প্রতি মাসেই ৫/৭ জন জঙ্গিকে পুলিশ ধরছে। শাস্তি দিয়ে সমাধান করার চেষ্টা করছে সরকার।”
এর আগে ঢাকার সিজেএম আদালত প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পলাতক আসামিরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির, মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।
রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফটকের সামনে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক ১২ আসামিকে আদালতে হাজির করা। এছাড়া জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তাদের সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার পথে সিজেএম আদালতের গেটের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার জঙ্গি পুলিশের চোখে স্প্রে করে ও কিল-ঘুষি মেরে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোঁয়ার মতো হয়ে যায়। এরপর তারা দুটি মোটরসাইকেলে করে রায়সাহেব বাজার মোড়ের দিকে পালিয়ে যান। প্রকাশ্যে ফিল্মি কায়দায় দুই আসামিকে ছিনিয়ে নেওয়া ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন আদালত প্রাঙ্গণে থাকা লোকজন।
এদিকে এ ঘটনায় সারা দেশের আদালতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই নির্দেশনা দেন।
অন্যদিকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পালিয়ে যাওয়া দুই জঙ্গি লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।