ভ্যানে নিথর দেহ স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে শুক্রবার (৩০ আগস্ট) রাতে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার।
শনিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন অনলাইন।
প্রাথমিকভাবে জানা গেছে, ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। যাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রিউমার স্ক্যানার জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। গত ৫ আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুইজন দাবি করেন, ভিডিওটির দেয়ালে যার পোস্টার দেখা যায়, তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া।
জানা গেছে, দেয়ালের এই পোস্টার এখন আর নেই। ৫ আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে।
এ ছাড়া ডিজিটাল অনুসন্ধানী সাংবাদিক কদরুদ্দীন শিশির বলেন, “ঘটনাস্থলটি আশুলিয়া থানার নিকটবর্তী। বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের গলি দিয়ে ভেতরে ঢুকার পর থানার ভবনের আগের জায়গা। গুগল ম্যাপে ওই গলির আপডেটেড ইমেজ (সর্বশেষ ২০২১ সালের) না থাকায় ম্যাপে জায়গাটি এক্সাক্টলি লোকেট করা যাচ্ছে না। তবে সাভারের একাধিক সাংবাদিকের দেয়া তথ্য, সিমিলার আরও দুটি ভিডিও এবং গুগল ম্যাপের পুরোনো ইমেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, এটি আশুলিয়া থানার ৫ আগস্টের ঘটনা।”