• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

কুয়েটের ঘটনা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:০৮ পিএম
কুয়েটের ঘটনা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিন এসব কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে জানিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা একটা বিশেষ সময় অতিক্রম করছি। পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। সেখান থেকে ফিরে মাঠে গিয়ে কাজ করা পুলিশের জন্য অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জ। তারপরও আমরা পুলিশকে জনবান্ধব করার চেষ্টা করছি।”

ক্রীড়া উপদেষ্টা বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানাই।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে। ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে।”

ক্রীড়া উপদেষ্টা বলেন, “আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।”

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ২০ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়।

Link copied!