জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। কারাগার থেকে বের হয়ে তিনি বলেন, “৩ মাস ২৩ দিন পর আজ জামিনে মুক্ত হলাম।”
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
কারাগারে যাওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন জানিয়ে আলাল বলেন, “কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছি। নিজেকে সুস্থ করতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবো।”
কারাগার থেকে বেরিয়ে এলে উপস্থিত নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আলাল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় থামবে না।”
এর আগে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার চারটি মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়। ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।