• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

মধ্যরাতে ব্রিফিংয়ে যা বললেন উপদেষ্টা আসিফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৯:৩৭ এএম
মধ্যরাতে ব্রিফিংয়ে যা বললেন উপদেষ্টা আসিফ
মধ্যরাতে ব্রিফ করছেন আসিফ মাহমুদ

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে এসে ব্রিফিংয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় কথা বলেন ঘটনাস্থল পরিদর্শনে আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও।

আসিফ মাহমুদ বলেন, দেশের পরিস্থিতি যদি কেউ বিঘ্নিত করার চেষ্টা করে, সেটা রাজনৈতিক কিংবা নিতান্তই ছিনতাই হোক, কোনভাবেই তা বরদাশত করা হবে না।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

খুব শিগগির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায়, খুব দ্রুতই সুফল পাওয়া যাবে। ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে।

এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান। কেউ বিপদে পড়লে আশপাশের সবাইকে এগিয়ে যাওয়ারও অনুরোধ করেন তিনি।

সম্প্রতি রাজধানীসহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারাতেও হচ্ছে অনেককে। শধু মঙ্গলবার রাতেই ছিনতাইকারীর চাপাতির কোপে ও গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন চারজন। এর মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত করেছে ঢামেক কর্তৃপক্ষ।

Link copied!