• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সুখবর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০১:৫৪ পিএম
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সুখবর

সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশেই সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে এর মধ্যে কয়েক বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যদিও খুলনা বিভাগসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

তবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত, যা মঙ্গলবার (১১ জুন) দিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পরদিন বুধবার (১২ জুন) দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

হবিগঞ্জে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতেও। এ ছাড়া দেশের বেশ কিছু স্থানে ঝড়বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

Link copied!