পয়লা বৈশাখে রোদ-গরমের দাপট থাকতে পারে সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত। তবে পরদিন মঙ্গলবার (১৬ এপ্রিল) পরিস্থিতির পরিবর্তন হবে। দেশের তিন বিভাগে ঝড়ো হাওয়ার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ এপ্রিল) ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
তবে নীলফামারি, নেত্রকোণা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টাসহ সোমবার (১৫ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মঙ্গলবার (১৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।