• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

‘আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:০১ পিএম
‘আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, “আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, “গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে।”

সাবেক নির্বাচন কমিশনারদের বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের বিচারে কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন।”

বদিউল আলম মজুমদার আরও বলেন, “৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে।”

Link copied!