শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার ‘প্রতিজ্ঞাবদ্ধ’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা জীবন দিয়ে শহীদ হয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। এটাই আমাদের প্রতিজ্ঞা, এ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই।”
রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবে সকল শহীদদের স্বপ্ন পূরণ করা হবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “যতবারই নিহতদের কথা স্মরণ করি বা আহতদের দেখি, ততবারই তাদের স্বপ্ন বাস্তবায়ন প্রতিজ্ঞাবদ্ধ হই। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই।”
প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন সবার সামনে তুলে ধরতে হবে। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে, সেটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “তোমরা যে কাজ শুরু করেছ, সেটি চালিয়ে যেতে হবে, না হলে সর্বনাশ হবে। তারা আবার অশান্তি সৃষ্টির জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না।”
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি। এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে, যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে, কী মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।”
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “তোমাদের চিন্তা সঠিক ও স্বচ্ছ। এতে অনড় থাকো। যে যত পরামর্শ দিক, এটা থেকে বেরিয়ে আসার পরামর্শ গ্রহণ করো না। এই বাস্তবায়ন থেকে দূরে যাওয়ার আমাদের কারও কোনো ইচ্ছে নেই। এই চিন্তা বাস্তবায়ন আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি কোথাও সীমা অতিক্রম করি, আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দাও। আমরা সবাই একযোগে একসঙ্গে এই স্বপ্ন সফল করব।”
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হল রুমে এই এ মতবিনিময় সভা চলে।