সবশেষ অর্থ বছরে শতভাগ রাজস্ব আদায় হয়েছে। যা টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাকসিম এ খান বলেন, “গত বছর আমরা দুই হাজার কোটি টাকার ওপরে রাজস্ব আদায় করেছি। আগে আমাদের ৬৪ শতাংশ আদায় হতো। এখন শতভাগ আদায় হচ্ছে। আর্থিক দিকে আমরা আমাদের পরিবর্তন এনেছি।”
তিনি বলেন, “১২ বছর ধরে আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে আছি। ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসার মাধ্যমে আমরা আমুল পরিবর্তন এনেছি। অ্যাওয়ার্ড গিভিংটা আমরা এখন প্রতি বছর করছি। আমরা অনেক পরিবর্তন করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমাদের ৮০ শতাংশ ডিজিটাল। বাকী ২০ শতাংশ করতে চাই। আমরা সেদিকে ধাবিত হচ্ছি।”
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অডিটর জেনারেল (মহাহিসাব নিরিক্ষক) মো. মুসলিম চৌধুরী ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।