• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

ববির ব্যবসায়িক পার্টনারের মামলায় দুইজনের বিরুদ্ধে পরোয়ানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৯:০১ পিএম
ববির ব্যবসায়িক পার্টনারের মামলায় দুইজনের বিরুদ্ধে পরোয়ানা
ইয়ামিন হক ববি। ফাইল ফটো

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির ব্যবসায়িক পার্টনার আবুল বাশারের করা প্রতারণার মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন, আমান উল্লাহ আমান ও ইনতাকাবুল আলম।

তথ্যটি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আনিসুজ্জামান।

আনিসুজ্জামান গণমাধ্যমকে বলেন, “আমান উল্লাহ আমান ও ইনতাকাবুল আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গত ১৬ মে আদালতে মামলা করেন আবুল বাশার। আদালত মামলাটি গ্রহণ করে দুই আসামিকে আজ আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্তু আসামিরা আজ হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!