• ঢাকা
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০, ২৬ রজব ১৪৪৬

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা, শিক্ষকদের আটকে দিল পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৪:৪২ পিএম
প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা, শিক্ষকদের আটকে দিল পুলিশ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা। ছবি : সংগৃহীত

বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এসময় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের মিছিল আটকে দিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা। পরে মিছিলটি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে সেখানে ব্যরিকেড দিয়ে তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় আন্দোলনরত শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’; ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’; ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!