• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ভোটে অনিয়ম হলে অতীতের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৩:০৩ পিএম
‘ভোটে অনিয়ম হলে অতীতের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

গাজীপুরের চেয়ে বরিশাল-খুলনা সিটি করপোরেশনের নির্বাচন ভালো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, “ভোটে কেউ অনিয়মের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার (১১ জুন) বরিশাল ও খুলনা সিটি নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, “তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী বিধি-বিধান প্রতিপালনে নির্বাচন কমিশনের অবস্থান কঠোর ছিল। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষ্ণ নজর রাখি; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। ভোটের দিনও আমরা সরাসরি সিসি ক্যামেরায় এ নির্বাচন পর্যবেক্ষণ করব।”

তিনি বলেন, “নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের নির্দেশনা শতভাগ পালনের নিশ্চয়তা দিয়েছেন প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা।”

তিনি আরও বলেন, “বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট করা হয়েছে। বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস করি।”

Link copied!