• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

৮৭ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০৪:৪৮ পিএম
৮৭ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। ছবি : প্রতিনিধি

দেশের ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ, যা শুরু হয়েছিল সকাল ৮টায়।

এদিকে, আগের দুই দফার মতো এ দফায়ও ভোটার উপস্থিতি কম ছিল। প্রথম ৪ ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, “ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকালে থেকে অ্যাপসে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সরেজমিন তথ্যের মাধ্যমে এই তথ্য জানা গেছে। এতে দেখা গেছে কোথাও ১৭, কোথাও ১৮ ও কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে। মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০। এর মধ্যে অর্ধেক তথ্য পেয়েছি।”

এ ধাপে ১০৯টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২টির ভোট স্থগিত করা হয়েছে।

Link copied!