• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ’


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৬:৩৫ পিএম
‘ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ’
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ফাইল ফটো

নির্বাচনে ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেছেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।”

শনিবার (১১ মে) খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, “প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছি আমরা। তবে প্রার্থীদের দায়িত্ব ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা, আর নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ সৃষ্টি করা।”

রাশেদা সুলতানা আরও বলেন, “দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্টসংখ্যক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনো বিধান নেই। তাই যে কোনো পরিমাণ ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ বলে গণ্য হবে।”

Link copied!