স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদক সৌদিতে, দায়িত্ব পেলেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৩:০৩ পিএম
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদক সৌদিতে, দায়িত্ব পেলেন যারা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বভার এখন ‌‘ভারপ্রাপ্তে’ চলছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। তাদের অনুপস্থিতিতে সংগঠনের দুই নেতাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে গমন করেন। তাদের অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবাশ্বের চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!