• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ভাইরাল সেই তরমুজ বিক্রেতার যে বিপদ ঘটল, দিচ্ছেন আত্মহত্যার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১১:৪৮ এএম
ভাইরাল সেই তরমুজ বিক্রেতার যে বিপদ ঘটল, দিচ্ছেন আত্মহত্যার হুমকি
ছবি : সংগৃহীত

ভাইরাল হয়ে এখন তার ব্যবসা লাটে ওঠার সম্মুখীন হলো। কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও ও ক্যামেরার ঝলকানিতে তার দোকানে ঘেঁষছে না ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারের ‘ওই কিরে, ওই কিরে’, ‘মধু, মধু’, ‘রসমালাই’ প্রভৃতি মজাদার শব্দে স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন মোহাম্মদ রনি।

জানা যায়, একজন কনটেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ব্যাপক শেয়ার হয়। তবে ভাইরাল হওয়ার পর সেই রনিই এখন তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে। কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন। এমন পরিস্থিতিতে প্রায় দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

রোববার (১৬ মার্চ) এক ভিডিওতে রনি বলেন, ‘আমারে এ রকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।’

তিনি আরও বলেন, ‘আমি তো ভিডিও করার জন্য না বলি নাই। আমি ভিডিও দিব। আপনারা যা বলবেন আমি তাই শুনব, কিন্তু আমারে ভালো রাখেন। কর্ম করে খাইতে দেন ভাই।’

এ সময় কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ জানিয়ে রনি বলেন, ‘আমারে বিরক্ত করবেন না ভাই।’

এ নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রনিকে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে বলছেন।

Link copied!