ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৭৯টি গাড়ি ডাম্পিং ও ৫২টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১২ জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।