আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায়। তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেননি। তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।”
সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “মার্কিন প্রতিনিধিদলকে ইতিবাচক মনে হয়েছে। তাদের কথাবার্তা পজিটিভ।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকার দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। তবে সংবিধানের বাইরে কিছুই করা সম্ভব নয়। দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। এটাই তাদের জানানো হয়েছে।”
ওবায়দুল কাদের আরও বলেন, “বিএনপিসহ বিভিন্ন দল যা বলেছে, আমরা তাদের জানিয়েছি। আইনের ভুল ব্যাখ্যা ও তথ্যের সঠিকতা নিয়েও কথা বলেছি। এমন এমন গুজব তারা ছড়িয়েছে, তার জবাব তো আমাদের দিতেই হয়।”