• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৭:৪১ পিএম
ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মার্কিন প্রতিনিধি দলটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে রয়েছেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’ও।

বাংলাদেশে আসার আগে শনিবার ভারতের দিল্লি পৌঁছে মার্কিন প্রতিনিধি দলটি। সেখান থেকে আজ ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

এর আগে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা সফর করবে মার্কিন প্রতিনিধিদলটি। উজরা জেয়া ও ডোনাল্ড লুর ঢাকা সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পর বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো অ্যাজেন্ডা ঠিক হয়নি।

অন্যদিকে, উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল কেন বাংলাদেশ আসছেন, তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানান।

Link copied!