নির্বাচন গ্রহণযোগ্য করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেছেন, “নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।”
রোববার (৩১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান বলেন, “আমাদের নির্বাচনের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। আর্থিক বা অন্য বিষয়ে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও আছে। তাই আমাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায় কাজ করতে হবে।”
এর আগে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দফায় প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নিয়েছেন। মূলত নির্বাচনের আগে ও পরে মাঠ পর্যায়ে সুন্দর পরিস্থিতি ও সুশৃঙ্খল অবস্থায় রাখতে এবং নিয়োজিত সংস্থার সঙ্গে সমন্বয় ও সরাসরি ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।