• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশিদের ভিসা বন্ধ করল আরব আমিরাত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০১:৫০ পিএম
বাংলাদেশিদের ভিসা বন্ধ করল আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এটি সুনির্দিষ্টভাবে কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশী নাগরিকের জন্য, সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সংশ্লিষ্টরা। তবে সাময়িকভাবে ভিসা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৯ জুলাই) আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা।

ওই বিক্ষোভের ঘটনায় সোমবার (২২ জুলাই) ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ইউএই সরকার। এর একদিন পরই মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দিল দেশটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, “ভিসা বন্ধের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যোগাযোগের চেষ্টা করছি। এ বিষয়ে শিগগিরই হয়তো বিস্তারিত জানা যাবে।”

Link copied!