• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
রাজধানীতে সহিংসতা

ঢামেকে শিক্ষার্থীসহ আরও দুইজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৩:২৫ পিএম
ঢামেকে শিক্ষার্থীসহ আরও দুইজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষার্থীসহ আরও দুইজন মারা গেছেন।

নিহতরা হলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইন উদ্দিন (২৫)।

শুক্রবার (২৬ জুলাই) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার ঘটনায় আহত হয়ে মাইন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মারা যান। আর শিক্ষার্থী ডালিম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরের দিকে মারা যান।

ঢামেক সূত্রে জানা গেছে, নিহত ইমতিয়াজ আহমেদ ডালিম যশোর ঝিকরগাছা উপজেলার নওশের আলীর ছেলে। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় একটি মেসে থাকতেন তিনি। শুক্রবার (১৯ জুলাই) রামপুরা এলাকায় সহিংসতার সময় ডালিম আহত হন। পরে ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এছাড়া গত ২১ জুলাই যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় সহিংসতায় মাইন উদ্দিন আহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। নিহত মাইনউদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে।

Link copied!