• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০২:৫৯ পিএম
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নীরব ও অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় ও সকাল ৭টায় যাত্রাবাড়ী ও শাহবাগের আব্দুল গনি রোডে এ দুর্ঘটনা দুটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, “শুক্রবার ভোর ৪টার দিকে কোনো যানবাহন নীরবকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।”

জানা গেছে, নীরবের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তিনি বর্তমানে কাজলা উত্তরপাড়ায় থাকতেন। তার বাবার নাম মফিজুল ইসলাম।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, সকাল ৭টার দিকে আব্দুল গনি রোডের ক্রসিংয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Link copied!