• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ১০:৩১ এএম
গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার (৩১ আগস্ট) সকালে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলো ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রিয়াদুল (৮) ও একই এলাকার মো. রুবেল হোসেনের ছেলে মো. রাজু (৮)।

স্থানীয়রা জানান, বিকেলে রিয়াদুল ও রাজু বাড়ির পাশে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে খেলা করছিল। পরে হঠাৎ করে নিখোঁজ হয় ওই দুই শিশু। নিহতের স্বজন ও স্থানীয়রা ওই দুই শিশুকে খোঁজ করলেও তাদের খোঁজ পাচ্ছিলেন না। নিখোঁজের চার ঘণ্টা পর রাতে আশ্রয়ণ প্রকল্পের জন্য ড্রেজারে মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে দুইজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গর্তের জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে।
 

Link copied!