রাজধানীর হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জিয়াউর রহমান জিয়া (৪০) নামের ওয়ার্ড বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়।
আহতকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু শামীম বলেন, “বিএনপির ২২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্য গ্রুপ এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে আমার বন্ধু জিয়াউর রহমান জিয়া গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
শামীম আরও বলেন, “বর্তমানে হৃদরোগ হাসপাতালে চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।”
ঢাক মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, “হাজারীবাগ থেকে গুরুতর অবস্থায় এক বিএনপি নেতাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়। পরে তাকে আবার উন্নত চিকিৎসার জন্য হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়েছে।”