• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘অভিযান সমাধান নয়, সবাইকে সচেতন হতে হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৬:১৩ পিএম
‘অভিযান সমাধান নয়, সবাইকে সচেতন হতে হবে’

অভিযান করা সমাধান নয়, সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ। তিনি বলেছেন, “অবৈধভাবে গ্যাস লাইন নেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে তিনি এসব কথা বলেন।

গুলিস্তানের বিস্ফোরণের বিবরণ জানিয়ে সালেহ আহমেদ বলেন, “আমরা এখন থেকে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করব এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালে আহমেদ বলেন, “গ্যাস বা সেফটিক  ট্যাংকের কারণে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এর আগে মঙ্গলবার( ৭ মার্চ) রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি দুইটা ভবন (একটা ৭ তালা ও আরেকটা ৫তলা) ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সেদিনই ১৬ জন ও পরবর্তী দুই দিনে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সবশেষ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকেও একটি লাশ উদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত ভবনের বেজমেন্ট থেকে।

Link copied!