• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীকে ৯৮০ কেজি আনারস উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৯:৫৬ পিএম
প্রধানমন্ত্রীকে ৯৮০ কেজি আনারস উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় মূখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনী ভূষণ জমাতিয়া চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের এএসও নবুল সোণোয়ালের কাছে আনারসগুলো তুলে দেন।

এ বিষয়ে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনী ভূষণ জমাতিয়া বলেন, “ভারতের ত্রিপুরার মূখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!