রাজধানীর মহাখালীতে একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া গাছটি সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার বলেন, মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মহাখালী ওয়ারলেস গেটে একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করেছে। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় গাছটি ভেঙে পড়ে। গাছটি ভেঙে পড়ায় মহাখালী ওয়ারলেস গেটের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।