• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৭:৫৭ পিএম
সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে
লেনদেনের সূচক দেখছেন ব্যবসায়ীরা। ছবি : সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯৯ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৪১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, দর কমেছে ৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

মঙ্গলবার ডিএসইতে ৫২১ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস (১৮ ডিসেম্বর) থেকে ৫৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৯২ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৩ পয়েন্টে।

সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ৪৪টির এবং ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Link copied!