• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন বেড়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৫:২২ পিএম
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন বেড়েছে
লেনদেনের সূচক দেখছেন ব্যবসায়ীরা। ছবি : সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১১০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।

ডিএসইতে ৬০১ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৯ কোটি ৫০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৭৬ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ৫৪টির এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে। 

সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Link copied!