• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সূচকের পতনে শেষ হলো লেনদেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৫:৪০ পিএম
সূচকের পতনে শেষ হলো লেনদেন
লেনদেনের সূচক দেখছেন ব্যবসায়ীরা। ছবি : সংগৃহীত

সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে বড় পতন হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ১১ পয়েন্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন পতনের মধ্যেও ৬ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙে লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো, ডেল্টা স্পিনিং, ফারইস্ট নিটিং, কেয়া কসমেটিক্স, প্রিমিয়ার লিজিং, উত্তরা ব্যাংক ও জাহিন টেক্সটাইল লিমিটেড।

এসব কোম্পানির শেয়ার শেষ বেলা পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে শক্তিমত্তা নিয়ে লেনদেন ও শেয়ারের লেনদেনও বেশি পরিমাণ হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে জাহিন টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫ লাখ ৮০ হাজার ৭৫টি।

এরপরের অবস্থানে রয়েছে ডেল্টা স্পিনিং। কোম্পানিটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭ লাখ ৩২ হাজার ২৬৮টি।

কেয়া কসমেটিক্সের দর বেড়েছে ২০ পয়সা বা ৩ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৩ লাখ ১৩ হাজার ১৬০টি।

ব্যাংক খাতের বড় মূলধনি কোম্পানি উত্তরা ব্যাংকের দর বেড়েছে ৫০ পয়সা বা ২ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ৫ হাজার ৭৬৯টি।

এছাড়া প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ২ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ লাখ ৩৫ হাজার ৭৫৪টির।

Link copied!